জুড়ীতে গাছ থেকে পড়ে যুবলীগ নেতার মৃত্যু

July 1, 2020,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে কাঠাল গাছ থেকে পড়ে এক যুবলীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, ৩০ জুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ভূয়াই এলাকার বাসিন্দা মৃত রতীশ চন্দ্র দাসের ছেলে নেপাল দাস (৩১) বাড়ির পাশে গাছের কাঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারাত্বক ভাবে আহত হোন। পরবর্তীতে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ১ জুলাই সকাল সাড়ে ৬ টার দিকে সেখানে তার মৃত্যু হয়।বিকাল ৪ টার সময় নিজ বাড়ীতে তার অন্তক্রিয়া সম্পন্ন হয়।সে জায়ফর নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য। ৬ বছরের এক সন্তান সহ সন্তান সম্ভাবনা স্তী ছাড়া ও এক ভাই, এক বোন এবং মা রয়েছেন বাড়িতে। নিহতের চাচাতো ভাই দিপাল দাস জানান, তিনি কাঠাল পাড়তে গিয়ে আহত হলে ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

জুড়ী থানার ওসি (তদন্ত)মো আমিনুল ইসলাম  জানান,এ ঘটনা জানিনি। এখন খবর নিয়ে জানবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com