(ভিডিও সহ) মৌলভীবাজারের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রান বিতরণ করেছেন রেডক্রিসেন্ট সোসাইটি

July 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটিজের প্রতিনিধি দল মৌলভীবাজারে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন । এ সময় প্রায় দুই শতাধিক ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান বিতরণ করেছেন তারা।
রোববার ১৬ জুলাই দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেনফেডারেশন অব রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটিজের কান্ট্রি প্রধান আজমত উল্লা।
এ সময় প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি এম এম মোজাহারুল হক, মৌলভীবাজার ইউনিটের সভাপতি আজিজুর রহমান সহ অন্যান্য সদস্যরা। পরিদর্শন শেষে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে বন্যাকবলিত ৫টি গ্রামের দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরণ করেছেন।
এ সময় রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বলেন সরকার এখন দুর্যোগ মোকাবেলায় সক্ষম। রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে সিলেট অঞ্চলের বন্যাকবলিত এলাকার বাস্তব চিত্র পরিদর্শন করতে এই সফর করছেন তারা। পরবর্তিতে সংগঠন থেকে দুর্গতদের ত্রান সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর কান্ট্রি প্রধান বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com