(ভিডিওসহ) মৌলভীবাজারে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

March 7, 2024,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে মৌলভীবাজারে নানা আয়োজনে পালন করেছে জেলা জেলা প্রশাসন।

দিবসটি পালন উপলক্ষে ৭ মার্চ সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অতিরিক্ত জেলা প্রসাসক আব্দুল হকের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান বিপিএম পিপিএম (বার), জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি নেছার আহমদ, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি, মৌলভীবাজার পৌরসভা, যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মি, বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষর্থীরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যন্যদের মধ্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন, ডিএসবির ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠতম এবং ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com