মৌলভীবাজার ইলেকট্রনিক্স শো-রুম ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে

May 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ সরকারি সিদ্ধান্ত মোতাবেক ১০ মে রোববার থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার যে সিদ্ধন্ত গৃহিত হয়েছে তা প্রসংশনীয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটি জেলায়ই আজ কোভিট-১৯ এ আক্রান্ত যার পরিমান প্রতিনিয়তই বাড়ছে। আমাদের প্রানপ্রিয় মৌলভীবাজার জেলাতেও বেড়েই চলেছে আক্রান্ত রোগির সংখ্যা। এ বিষয়ে মৌলভীবাজার ইলেকট্রনিক্স শো-রুম ব্যবসায়ীবৃন্দ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান।
উল্লেখ্য যে আমাদের ইলেকট্রনিক্স শো-রুমগুলোর বেশির ভাগই অবস্থিত মৌলভীবাজার সদর হাসপাতালের সন্নিকটে। যেখানে প্রতিদিন শত শত রোগি আসা যাওয়া করেন। গতকাল ও তৃতীয় দফা এই হাসপাতালে ডাক্তার- নার্স কোভিড-১৯ এ আক্রান্ত হয় যা উদবেগজনক। তাই আমরা ইলেকট্রনিক্স শোরুমের মালিক ও ব্যবসায়ীবৃন্দ কমিউনিটি সংক্রামন এড়াতে সম্মনিত কাস্টমার ইলেকট্রনিক্স শো-রুম সংশ্লিষ্ট কর্মচারীদের সুস্থতার কথা বিবেচনা করে আসন্ন পবিত্র ঈদ মৌসুমে অর্থাৎ ৩১/০৫/২০২০ পর্যন্ত আমাদের ইলেকট্রনিক্স শো-রুমগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের অনলাইন বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। সাময়িক ভাবে ক্রেতা সাধারণের এই অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com