শ্রীমঙ্গলে প্রাণি সম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত

April 18, 2024,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলাতে বিভিন্ন জাতের গবাদী পশু, পাখি, কবুত এবং বিভিন্ন প্রাণি প্রাণীদের খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ ৪২টি স্টল দেওয়া হয়।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রাণি সম্পদ কার্যালয় প্রাঙ্গনে উপ্পজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রানিসম্পদ প্রদর্শনীর আলোচনা সভায় মুঠোফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com