শ্রীমঙ্গলে বিজিবি’র পৃথক অভিযানে  ৫৪ লাখ টাকার মালামাল জব্দ

May 5, 2018,

বিকুল চক্রবর্তী॥  শ্রীমঙ্গলে বডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টরের পৃথক কয়েকটি অভিযানে তিন দিনে বিপুল পরিমান চোরাচালানকৃত বিদেশী মদ, ভারতীয় গাঁজা, ভারতীয় শাড়ী এবং নাসির পাতার বিড়ি জব্দ করা হয়েছে।

শনিবার  ৫ মে  বিজিবির প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি জানানো হয়। প্রেসরিলিজে জানানো হয় জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মুল্য প্রায় ৫৪,৩৩,৭০০ টাকা। যা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী মুড়াইছড়া ও দত্তগ্রাম, রাজেন্দ্রপুর, তেলিয়াপাড়া, মনতলা ও ধর্মঘর থেকে জব্দ করা হয়েছে।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল মো. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, দেশের যুব সমাজকে মাদকের ছোবল হতে রক্ষার অংশ হিসেবে প্রতিনিয়তই বর্ডার গার্ড বাংলাদেশ মাদক জাতীয় দ্রব্যা জব্দ করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্তের ওপার থেকে যেন কোন মাদক দেশে প্রবেশ না করতে পারে তাই তারা সীমান্ত রক্ষার পাশাপাশি এ বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com