শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে জনসচেতনতায় সাংবাদিকদের ধুমপান বিরোধী বিলবোর্ড ॥ ১১ জনকে মোবাইল কোটের জরিমানা

March 12, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে ধুমপান দন্ডনীয় অপরাধ এ বিষয়ে সচেতন করতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্থাপন করা হয়েছে সচেতনতা মুলক বিলবোর্ড।

১২ মার্চ সোমবার  বিকেল সাড়ে ৫ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোবাশশেরুল ইসলাম। এ সময় প্রেসক্লাব সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোমের সভাপতিত্বে এ সচেতনতামুলক সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোঃ জাহাঙ্গীর আলম, রেলওয়ে থানা ওসি আবু বক্কর সিদ্দিকি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, যুগ্ন-সম্পাদক সঞ্জয় কুমার দে, যুগ্ন-সম্পাদক সাজন আহমদ রানা, সমাজ কল্যাণ সম্পাদক বিক্রমজিৎ বর্ধন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রেসক্লাব সদস্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এস কে দাশ সুমন, নাজিমুল হক শাকিল ও প্রিতম পালসহ প্রেসক্লাবের অনান্য সদস্যবৃন্দ। এর আগে রেলওয়ে ষ্টেশনে বিভিন্ন আন্তনগর ট্রেন আসা যাওয়ার সময় ধুমপান বিষয়ে মাইকিং করে যাত্রীদের সচেতন করেন প্রেসক্লাবের সদস্যরা। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে ষ্টেশনের বিভিন্ন পয়েন্টে “পাবলিক প্লেসে ধুমপান শাস্তিযোগ্য অপরাধ” তাই ষ্টেশনে ধুমপান না করার আহবান সম্বলিত আরও কয়েকটি বিলবোর্ড স্থাপন করেন প্রেসক্লাব সদস্যরা। এদিকে একই সময়ে রেলওয়ে ষ্টেশন প্লাটফ্রমে প্রকাশ্যে ধুমপান করার জন্য মোবাইল কোটের মাধ্যমে ১১জনকে জরিমানা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোবাশশেরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com