শ্রীমঙ্গল সরকারী কলেজে পরীক্ষার্থীদের মাঝে পানি ও খাবার  স্যালাইন এবং মাস্ক বিতরণ

July 5, 2025,

সাইফুল ইসলাম : প্রচণ্ড তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জীবনমান সচল রাখতে এ তীব্র গরমের মধ্যেও কাঠ ফাঁটা রোধে চলতি এইচএসসি পরীক্ষায় শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রেও চলছে।

বৃহস্পতিবার ৩ জুলাই দুপুরে শ্রীমঙ্গল সরকারী কলেজের পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, খাবার স্যালাইন এবং মাস্ক বিতরণ করা হয়।

এ কেন্দ্রে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আসা কেন্দ্রের সামনে অপেক্ষা করা অভিভাবকদের স্বস্তি দিতে তাদের মাঝে পানির বোতল ও খাবার স্যালাইন ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহযোগিতায় ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের এই মানবিক সহায়তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. মহসিন মিয়া মধু।

উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার যুবনেতা মুরাদ হোসাইন সুমন, যুবদল নেতা আবির আল আজাদ (মাইনু), উপজেলা ছাত্রদল নেতা বদরুজ্জামান রুহেল, শাহীন আহমেদ তুষার, মো. জামাল হোসেন, ছাত্রদল নেতা মুকিদ আহমেদ আকাশ প্রমুখ।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও সুস্থভাবে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এই সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ছাত্রদল সবসময় ইতিবাচক ও মানবিক ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com