১৩ ঘন্টা  পর ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক

January 3, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল সাতগাঁও চা বাগানের ভিতরে ঢাকা-মৌলভীবাজার সড়কের নির্মানাধিন একটি ডাইভারশনে  ৪৫ টনের ক্রেনবাহী একটি ল বেড টেইলারের চাকা ডেবে গিয়ে রাত ২টা থেকে মৌলভীবাজারের সাথে-ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ১৩ ঘন্টা পর যান চলা স্বাভাবিক হয়েছে।

সাঁতগাও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নান্নু মন্ডল বলেন, ২ জানুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার  দিকে সাতাগাঁও চা বাগানের ভিতরে  নির্মানাধিন ব্রীজের বিকল্প রাস্তায় (ড্রাইভেশনে) ২২ চাকার একটি ল বেড টেইলারের ৮টি চাকা ডেবে যায়। এর উপরে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে ৪৫ টনের একটি ক্রেন। তিনি জানান গ্যাস ফিল্ডে কাজ করে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলো এটি।

এদিকে ড্রাইভেশনে ক্রেনটি আটকে যাওয়ার কারনে  রাত থেকে উভয় পাশে সহ¤্রাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সেরপুর থেকে একটি উদ্ধারকারী ক্রেং এসে শ্রীমঙ্গল থানা ও শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশের সহায়তায় ক্রেংটি উদ্ধার করে যানচলা স্বাভাবিক করেছে। এখন যান চলাচল করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com