৪ দিন পর চালু হলো জুড়ী-ফুলতলা সড়ক

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী -ফুলতলা রাস্তায় ৪ দিন পর যান চলাচল শুরু হয়েছে।উপজেলার সীমান্তবর্তী ফুলতলা,সাগরনাল দুই ইউনিয়নের মানুষ এত দিন ভোগান্তিতে ছিলেন।বিকল্প রাস্তায় ছোট ছোট যান চলাচলের মাধ্যমে মানুষের যাতায়াত ছিল এই ৪ দিন।
এলাকাবাসী সূত্রে জানা যায়,
জুড়ী থেকে ফুলতলা যাওয়ার রাস্তায় কাজ চলছিল দীর্ঘদিন ধরে।বিভিন্ন ছোট ছোট কালভার্ট,ব্রিজ ভেঙ্গে নতুন করে তৈরী করা হচ্ছে।কাপনা পাহাড় এলাকায় তেমনি পুরাতন ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ করার কাজ চলমান।যানবাহন চলাচলের জন্য বিকল্প ব্রিজ করে দেওয়া হয়েছে।
শুক্রবার রাত ১১ টার দিকে এক্সেভেটরবাহী একটি ট্রাকসহ বিকল্প সেতু দিয়ে ফুলতলা যাওয়ার পথে ব্রিজটি ভেঙ্গে যায়।এর পর থেকে এ রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।
১ জুলাই বুধবার সকাল থেকে বিকল্প ব্রিজ চালু করে যান চলাচলের উপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন কাজ তদারকির দায়িত্বে থাকা সহকারী ঠিকাদার মতিয়ার রহমান ।
তিনি জানান, রাস্তায় যান চলাচলের জন্য ড্রাইভার্সন চালু করা হয়েছে ।আপাতত কোন সমস্যা নেই।
মন্তব্য করুন