চাঁদাবাজির অভিযোগে সিএনজি ফিলিং ষ্টেশন থেকে পাকিস্তানী নাগরিক আটক

October 13, 2013,

মৌলভীবাজারে চাঁদাবাজির অভিযোগে পাকিস্তানী নাগরিকসহ ২জনকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজারের ইসলামপুর হাজী ইকবাল সিএনজি ফিলিং ষ্টেশন থেকে ১২ অক্টোবর বিকেলে চাঁদাবাজির অভিযোগে ইসতিয়াক হোসাইন নামক এক পাকিস্তানী নাগরিককে আটক করেছে পুলিশ। এসময় আটক করা হয় তার সহযোগী স্থানীয় এক যুবককে। পুলিশ জানায়, গত ৫-৬ বছর যাবত অবৈধভাবে বাংলাদেশে বসবাস এবং সিলেট বিভাাগের বিভিন্ন সিএনজি ফিলিং ষ্টেশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো পাকিস্তানী এই নাগরিক। কিছুদিন পূর্বে যান্ত্রিক ত্রুটির কথা বলে হাজী ইকবাল সিএনজি ফিলিং ষ্টেশনের মালিকের কাছে ইসতিয়াক ২৫লক্ষ টাকা দাবী করে। এই সিএনজি ফিলিং ষ্টেশনের মালিক মোট ৫৪লক্ষ টাকা ক্ষতি উল্লেখ করে চাঁদাবাজির মামলা করলে পুলিশ তাকে আটক করে। পুলিশ আরোও জানায়, বিভিন্ন সময় সে স্থানীয় কিছু মেকানিকের যোগসাজসে যন্ত্রাংশ নষ্ট হওয়ার কথা বলে মালিকদের জিম্মিকরে বড় অংকের টাকা আদায় করতো। পুলিশ গ্রেফতারের পর উক্ত মামলায় আদালতের মাধ্যামে জেল হাজতে প্রেরণ করতে চাইলে গতকাল ১৩ অক্টোবর আদালত পাকিস্তানী নাগরিকের জামিন মঞ্জুর করেন।
মৌলভীবাজারে চাঁদাবাজির অভিযোগে পাকিস্তানী নাগরিকসহ ২জনকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজারের ইসলামপুর হাজী ইকবাল সিএনজি ফিলিং ষ্টেশন থেকে ১২ অক্টোবর বিকেলে চাঁদাবাজির অভিযোগে ইসতিয়াক হোসাইন নামক এক পাকিস্তানী নাগরিককে আটক করেছে পুলিশ। এসময় আটক করা হয় তার সহযোগী স্থানীয় এক যুবককে। পুলিশ জানায়, গত ৫-৬ বছর যাবত অবৈধভাবে বাংলাদেশে বসবাস এবং সিলেট বিভাাগের বিভিন্ন সিএনজি ফিলিং ষ্টেশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো পাকিস্তানী এই নাগরিক। কিছুদিন পূর্বে যান্ত্রিক ত্রুটির কথা বলে হাজী ইকবাল সিএনজি ফিলিং ষ্টেশনের মালিকের কাছে ইসতিয়াক ২৫লক্ষ টাকা দাবী করে। এই সিএনজি ফিলিং ষ্টেশনের মালিক মোট ৫৪লক্ষ টাকা ক্ষতি উল্লেখ করে চাঁদাবাজির মামলা করলে পুলিশ তাকে আটক করে। পুলিশ আরোও জানায়, বিভিন্ন সময় সে স্থানীয় কিছু মেকানিকের যোগসাজসে যন্ত্রাংশ নষ্ট হওয়ার কথা বলে মালিকদের জিম্মিকরে বড় অংকের টাকা আদায় করতো। পুলিশ গ্রেফতারের পর উক্ত মামলায় আদালতের মাধ্যামে জেল হাজতে প্রেরণ করতে চাইলে গতকাল ১৩ অক্টোবর আদালত পাকিস্তানী নাগরিকের জামিন মঞ্জুর করেন। স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com