মৌলভীবাজারে গণ মানুষের কবি দিলওয়ার-এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত
পৃথিবী আমার স্বদেশ আমি তার সঙ্গী চিরদিন- গণ মানুষের কবি দিলওয়ার-এর স্মরণে এক শোক সভা গত ২২ অক্টোবর সন্ধ্যায় মৌলভীবাজার মুসলিম কোয়ার্টারস্থ দর্পণ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দর্পণ পাবলিকেশনস ও কবিমঞ্চের যৌথ উদ্যোগে প্রবীণ সাহিত্যিক মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি মায়া ওয়াহেদ, কবি দিলওয়ারের সাহিত্যের নানন দিক নিয়ে আলোচনা করেন কথা সাহিত্যিক কিশোরী পদ দেব শ্যামল, সাংবাদিক সাদিক আহমদ, সরওয়ার আহমদ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন। লেখক মোঃ আবু তাহের, কবি পুলক কান্তি ধর, সাংবাদিক আনোয়ার ইসলাম জাবেদ ও কবি অসিত দেব প্রমুখ। গণ মানুষের কবিতা লিখতেন বলেই তিনি গণ মানুষের কবি। তার কবিতা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। বাংলা একাডেমী ও একুশে পদক পুরস্কার ভূষিত কবি দিলওয়ার আজীবন বেঁছে থাকবেন আমাদের কবিতার ভূবনে। শোক সভায় কবি দিলওয়ারকে নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশনার বের করার সিদ্ধান্ত হয়।
পৃথিবী আমার স্বদেশ আমি তার সঙ্গী চিরদিন- গণ মানুষের কবি দিলওয়ার-এর স্মরণে এক শোক সভা গত ২২ অক্টোবর সন্ধ্যায় মৌলভীবাজার মুসলিম কোয়ার্টারস্থ দর্পণ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দর্পণ পাবলিকেশনস ও কবিমঞ্চের যৌথ উদ্যোগে প্রবীণ সাহিত্যিক মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি মায়া ওয়াহেদ, কবি দিলওয়ারের সাহিত্যের নানন দিক নিয়ে আলোচনা করেন কথা সাহিত্যিক কিশোরী পদ দেব শ্যামল, সাংবাদিক সাদিক আহমদ, সরওয়ার আহমদ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন। লেখক মোঃ আবু তাহের, কবি পুলক কান্তি ধর, সাংবাদিক আনোয়ার ইসলাম জাবেদ ও কবি অসিত দেব প্রমুখ। গণ মানুষের কবিতা লিখতেন বলেই তিনি গণ মানুষের কবি। তার কবিতা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। বাংলা একাডেমী ও একুশে পদক পুরস্কার ভূষিত কবি দিলওয়ার আজীবন বেঁছে থাকবেন আমাদের কবিতার ভূবনে। শোক সভায় কবি দিলওয়ারকে নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশনার বের করার সিদ্ধান্ত হয়। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন