কমলগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি আ/ট/ক

July 16, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি আটক হয়েছে।

বুধবার ১৫ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো: আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান (বাজার লাইন) এলাকা থেকে সুভদ্রা বুনার্জি নামের এক নারীকে আটক করেন।

পরে সুভদ্রার ঘর তল্লাশী করে দেড় কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৯০০ টাকা উদ্ধার করেন ডিবি সদস্যরা। এসময় সুভদ্রার স্বামী বিরেন বুনার্জি ডিবি আসার খবর পেয়ে আগেই পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে কাজ করছে জেলা গোয়েন্দা শাখা। গ্রেপ্তারকৃত ওই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। সুভদ্রা এবং তার স্বামী বিরেন বুনার্জির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে সুভদ্রাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক বিরেন বুনার্জিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com