শ্রীমঙ্গলে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান
July 16, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে যানজট নিরসন ও পথচারিদের নির্বিগ্নে চলাচল করতে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সার্বিক দিক নির্দেশনায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে শহরের পৌর এলাকার স্টেশন রোড, ভানুগাছ রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডে এ অভিযান চালানো হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় চলা অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।
মন্তব্য করুন