জাতীয় সংসদে প্রবাসীদের কণ্ঠস্বর হতে চান জাপা নেতা আহমেদ রিয়াজ

August 18, 2025,

আব্দুর রব : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) যদি সরাসরি অংশ নাও নেয়, তবুও প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে তাদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন জাপা নেতা আহমদ রিয়াজ উদ্দিন। ইতিমধ্যে এলাকায় তিনি প্রচারণাও শুরু করেছেন। ১৮ আগস্ট সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই ঘোষণা দিয়েছেন।

আহমদ রিয়াজ উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে অংশ নেবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তবে, জাতীয় পার্টি অংশগ্রহণ না করলেও তিনি প্রবাসীদের প্রতিনিধি হয়ে মাঠে নামবেন। কারণ প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি হলেও তাদের কথা জাতীয় সংসদে যথাযথভাবে প্রতিফলিত হয় না। তাই তিনি প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে তাদের সমস্যা, অধিকার, মর্যাদা ও প্রত্যাশা সংসদে তুলে ধরার লক্ষ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। ইতিমধ্যে তিনি প্রচারণাও শুরু করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (আওয়ামী লীগের আমি-ডামি)  জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসাবে মৌলভীবাজার-১ আসনে অংশ নিলেও শেষ মুহূর্তে কারচুপির আশঙ্কায় ঘোষণা দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান জাপা নেতা আহমেদ রিয়াজ। এর আগে ২০১৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও লাঙ্গল প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তাকে মৌলীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মনোনয়ন দিয়েছিল। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও চিফ হুইপ (বর্তমানে কারাবন্দী) আব্দুস সহিদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com