বড়লেখার ইটাউরী হাজী ইউনুচ মিয়া উচ্চ বিদ্যালয়ে শোকসভা

August 16, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুচ মিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম ইজ্জাই-এর মৃত্যুতে বৃহস্পতিবার ১৪ আগষ্ট দুপুরে বিদ্যালয় হলরুমে শোক সভা অনুষ্টিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রহিম।

সহকারি শিক্ষক মিফতা উদ্দিন রিটনের পরিচালনায় প্রধান শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্য দেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক মাষ্টার।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা আব্দুল মাজেদ, ইটাউরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওয়াসিক উদ্দিন, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জান সাদেক, ইউনিয়ন বিএনপির সভাপতি মিছবাহুল হক মিনু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ইউপি সদস্য এমরানুল হক বাবু, ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুর রহমান, বিহাইডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবলু মিয়া, কমিটির সদস্য জয়নাল আবেদীন, নজরুল ইসলাম নিলু, মোস্তফা উদ্দিন মাখন, শিক্ষক প্রতিনিধি শাহজাহান, প্রতিষ্টাতা পরিবারের সদস্য সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু, শিক্ষার্থী জিলান বিন মিফতাহ, তাসমিয়া মেহজাবিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com