বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি আলোচনা ও সম্মননা প্রদান 

August 18, 2025,

আব্দুর রব : বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে ১৮ আগস্ট সোমবার দুপুরে র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত ও সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজলের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাসেদুজ্জামান বিন হাবিজ, কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. কামরুল হাসান, উপজেলা সাব-রেজিষ্ট্রর মোহাম্মদ শরীফুল ইসলাম, জামায়াত আমীর এমাদুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, উপজেলা সমবায় অফিসার রোহেল মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, সফল মৎস্য চাষী মকবুল আহমদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি আবু হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com