প্যারিসে প্রথমবারের মত ‘প্যারিস টাইমস’ আন্তর্জাতিক বই মেলায় লেখক ও পাঠকদের মিলনমেলা 

August 18, 2025,

আবুল কালাম মামুন ফ্রান্স থেকে : প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক বই মেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত লেখকদের বই এর স্টল বসে অনুষ্ঠানে মোড়ক উন্মোচন হয় হাসানুজ্জামান রিপন এর গ্রন্থ ‘বলা বাহুল্য’। ও ফরিদ আহমদ রনির আলোকচিত্র ও ভ্রমণভিত্তিক গ্রন্থ ‘প্যারিসের ছবি’ মোড়ক উন্মোচন হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্তাহ মেয়র মিশেল ফোরকেড

এছাড়া উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান রিপন, আরবিদাহ এইট এহিকিটোনে (কাউন্সিলার), শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, সিকুয়া বাঙালি এসোসিয়েশন সভাপতি, সুরুপ সুদিয়াল, আয়েবা’র ভাইস প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম ও রানা তাসলিম  আলেক্সান্দ্রা রোসিনস্কি (ফটোগ্রাফার) জিন্নুরাইন জায়গীরদার, সাফের প্রেসিডেন্ট এন কে নয়ন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ফাতেমা খাতুন, ফৌজিয়া খাতুন রানা, রবি শংকর মিত্র, স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপনসহ অনেকে।

সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হওয়া আন্তর্জাতিক প্যারিস টাইমস বই মেলায় ছিল কবিতা, ছোট গল্প, আবৃত্তি ,হলের বাহিরে ছিল দেশীও নানা রকমের পিঠা, শিশুদের খেলনা, পুরষ মহিলাদের দেশীও কাপড়, চটপটি, সহ বাহারী খাবারের স্টল ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত দর্শনার্থীরা প্রথমবারের মত শিক্ষনীয় ও রুচিশীল অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জানান কর্তৃপক্ষ কে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com