প্রশংসার ফাঁদে মানবতা

August 20, 2025,

বশির আহমদ : আল্লাহ তায়ালা মানুষকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কিন্তু আজ মানুষ সেই সম্মান ভুলে গিয়ে অন্য মানুষের প্রশংসার পেছনে ছুটে বেড়ায়। আমরা চাই, সবাই আমাদের ‘ভালো’, ‘গুণী’ বা ‘মহান’ বলুক। অথচ কেউ যদি নীরবে আমাদের জন্য দোয়া করে বা আড়ালে প্রশংসা করে, তাকে তেমন গুরুত্ব দিই না। বরং যে সামনে এসে প্রশংসা করে, বাহবা দেয়, তাকেই আমরা ভালো, স্মার্ট ও কল্যাণকামী মনে করি।

কিন্তু ইসলামের দৃষ্টিতে কারো মুখের ওপর প্রশংসা করা সঠিক নয়। অতিরিক্ত প্রশংসা মানুষের অন্তরে অহংকারের বীজ বপন করে, যা ধীরে ধীরে তাকে সত্য ও বিনয়ের পথ থেকে সরিয়ে নেয়। তাই আমাদের উচিত প্রশংসার লোভ থেকে নিজেকে রক্ষা করা।

আসুন, আমরা বিনয়ী হই। সব সময় নিজেকে ক্ষুদ্র মনে করি এবং আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের মূল লক্ষ্য বানাই। মানুষের চোখে বড় হওয়ার চেয়ে, আল্লাহর দৃষ্টিতে প্রিয় হওয়াই আমাদের সত্যিকারের সফলতা। আল্লাহ আমাদের অন্তরকে অহংকারমুক্ত ও বিনয়পূর্ণ রাখুন, আমিন।

লেখক, বশির আহমদ

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com