বড়লেখায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আ ট ক ১

August 26, 2025,

স্টাফ রিপোর্টার : বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ এক চোরাকারবারী গ্রেপ্তার হয়েছে। এসময় চোরাই মালামাল বহনের দায়ে জব্দ করা হয়েছে একটি সিএনজি চালিত অটোরিকসা।

সোমবার ২৫ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখার দাসেরবাজার ইউনিয়নের গোয়ালটাবাজার সংলগ্ন বড়লেখা-বিয়ানীবাজার রোডে অভিযান চালিয়ে ১০ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ সোহেল আহমদ খান (৪০) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। চোরাই মালামাল বহনের দায়ে একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করেন পুলিশ সদস্যরা।

বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল আহমদ খান এর আগেও চোরা চালান মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছিল।

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে মঙ্গরবার ২৬ আগস্ট সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com