মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ

October 6, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় যৌথ অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ প্রসাধনী, শাড়ি এবং সিগারেট জব্দ করা হয়।

সোমবার ৬ অক্টোবর দুপুরে কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত দ্রব্যসামগ্রী আনুমানিক মূল্য এক কোটি টাকা।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এসব পন্য ভারত হতে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী তথা মৌলভীবাজার আর্মি ক্যাম্প কর্তৃক এলাকায় অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার ও ব্যবসা রোধ এবং সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com