মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

পলি রানী দেবনাথ : মৌলভীবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, মৌলভীবাজারের আয়োজনে ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ।
এ উপলক্ষে ৬ অক্টোবর সোমবার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা, শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ শাকুরুল হক। পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রাত্তুষা দাস অর্ণি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এ সময় তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, আজকের শিশুরা আগামী দিনে দেশের কর্ণধার হবে এবং দেশের নেতৃত্ব দেবে। একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ পেতে হলে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।শিশুদের মানসম্মত শিক্ষা ও সুন্দরভাবে বিকাশের সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে তারা নিজেদের প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে পারে। অভিভাবকের উচিত শিশুদের প্রতি বন্ধুসুলভ আচরণ করা, সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়া, পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং তাদের প্রতিভাকে উৎসাহিত করা।
নুসরাত খানম নওশীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার, সমাজসেবক ও জেলা বিএনপির সদস্য মো: ফকরুল ইসলাম, সমাজসেবক ও জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ, মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক মো: ইয়ামীর আলী, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সমাজসেবক ও জেলা এনসিপির সমন্বয়ক এহসান জাকারিয়া, সমাজসেবক ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিয়া শিশির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইকবাল সরকার। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন তাওফিকা মুজাহিদ, তানজিম আহসান ইরাম।
মন্তব্য করুন