জুড়ীতে ভারতীয় মদ জব্দ
October 9, 2025,

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ৭ অক্টোবর রাত ৯টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের বরইতলী এলাকা থেকে মদ গুলো জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি) বিয়ানীবাজার ব্যাটালিয়ন এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ব্যাটালিয়নের আওতাধীন জুড়ী উপজেলার মোকামটিলা বিওপির একটি টহলদল সীমান্ত হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বরইতলী নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করে। কোনো মালিক না থাকায় তা জব্দ করা হয়। যার সিজার মূল্য আনুমানিক ৭ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্তব্য করুন