শাহ আজম (রহ:) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় ভারতের মাওলানা শাহ আলম সাহেব আগমন করেন
বিশেষ প্রতিনিধি : কমলগঞ্জের হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় ভারতের দারুল কুরআন লক্ষিপুর হাফিজি মাদ্রাসার পরিচালক ও কৈলাশহর টাউন মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শাহ আলম সাহেব। তিনি বাংলাদেশে এক সংক্ষিপ্ত সফরে আসেন।
১৬ অক্টোবর বৃহস্পতিবার তিনি দরগাহ্ মডেল মাদ্রাসায় এশার নামাজ আদায় করেন। পরে মাদরাসা কমিটির সদস্য মোহামদ আব্দুর রহমান সাহেবের সভাপতিত্বে মাদ্রাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংর্বধনা অনুষ্ঠানে ভারতের মাওলানা শাহ আলম সাহেব তার বক্তব্যে বলেন, আমি বাংলাদেশে এসে আনন্দিত বাংলাদেশের মানুষ মেহমানদেরকে খুবি সম্মান করতে জানে। তিনি আরো বলেন ওলি আউলিয়ার দেশ বাংলাদেশ। আমাদের ভারতের জমিনে শুয়ে আছেন ওলিয়ে কামিল হযরত আল্লামা শাহ ইয়াছিন (রহ.)। হযরত শাহ ইয়াছিন রহ এর একমাত্র খলিফা হযরত শাহ আজম রহ। আমি ভাগ্যবান যে হয়রত শাহ আজম রহ দরগাহ্ জিয়ারতে এসে। হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ এর প্রতিষ্ঠিত দীনি মাদ্রাসা ও মসজিদ দেখে খুশি হলাম। মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে তিনি অত্যান্ত গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত শাহ আজম রহ এর সুযোগ্য নাতি শাহ্ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী জিবান আহমদ, মুহাম্মদ আব্দুস সত্তার সাহেব, মুহাম্মদ কননাল মিয়া, মুহাম্মদ আবদুল বাছিত সাহেব প্রমূখ।
পরে মাদ্রাসার সকল ছাত্রদেরকে নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শাহ আলম সাহেব।



মন্তব্য করুন