মানবতার গান-সুরের ভেলায় কমলগঞ্জে লালনকে স্মরণ

October 18, 2025,

স্টাফ রিপোর্টার : বাউল সম্রাট ফকির লালন সাইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মণিপুরী ললিতকলা একাডেমি।

শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যায় মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

মনিপুরী ললিতকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় ও একাডেমির ভারপ্রাপ্ত উপপরিচালক প্রভাষ চন্দ্র সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ রাফি উদ্দিন ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

মানবতার ধর্ম প্রচারক ও আধ্যাত্মিক সাধক লালন সাঁইয়ের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

আলোচনা পর্ব শেষে বাউল সম্রাট লালন সাইয়ের অমর সৃষ্টি ও গান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পী ও বাউল শিল্পীরা লালনের কালজয়ী গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। লালনের তিরোধান দিবসে তার দর্শন চর্চা ও সঙ্গীতের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়।

মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, লালন ভক্ত ও বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com