লাউয়াছড়ায় সড়ক দু/র্ঘট/নায় বন টহল দলের এক সদস্যের মৃ/ত্যু
October 22, 2025,
কমলগঞ্জ প্রতিনিধি : লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজ মিয়া (৬৫) নামে কমিউনিটি পেট্রোলিং বন টহল দলের (সিপিজি) এক সদস্য নিহত হয়েছেন। তিনি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা।
বুধবার ২২ অক্টোবর ভোরে জানকিছড়া ক্যাম্পে রাতের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা জানান, বনবিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, নিহতের পরিবারের অনুরোধে কোনো অভিযোগ ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন