কমলগঞ্জে নি/হ/ত ওমান প্রবাসীর ম/র্মা/ন্তিক দূ/র্ঘট/নায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

October 25, 2025,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ পৌর সভার ৮ নং ওয়ার্ড প্রবাসী  কুমড়াকাপন গ্রামের মরহুম দুলা মিয়ার ছেলে ওমান প্রবাসী মো: সুবেরাজ ১৯ অক্টোবর ওমানে এক মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তার রুহের মাগফিরাত কামনায় কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সকল প্রবাসীদের উদ্যোগে বাদ জুম্মা কুমড়াকাপন গ্রামের তিনটি মসজিদ ও বাদ এশা হযরত শাহ আজম রহ. হিফজুল কোরআন দরগাহ মডেল মাদ্রাসায় মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

দোয়া মাহফিল উপস্থিত ছিলেন দরগাহ মডেল মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ ক্বারী জিবান আহমদ, মোহাম্মদ হিফজুর রহমান সিজিল, মোহাম্মদ আবদুস সত্তার, মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ সায়মন আহমদ, মোহাম্মদ ক্বারী তফাজ্জল হোসেন, মোহাম্মদ মসুদ মিয়া, মোহাম্মদ কননাল মিয়া প্রমূখ। এলাকার সকল প্রবাসীদের যেন আল্লাহ তায়ালা হেফাজতে রাখেন, সুস্থ রাখেন।

এলাকার সকল প্রবাসীরা সর্বদা এলাকার যে কোন প্রকার কল্যাণকর কাজে তার সর্বদা ঐক্য, আল্লাহ তায়ালা যেন তাদের সকল প্রকার নেক কাজ কবুল করেন। তাদেরকে প্রবাসে নিরাপদের রাখেন। মোহাম্মদ সুবেরাজকে যেন মহান রাব্বুল আলামিন জান্নাতুের উচ্চ মাকাম দান করেন। আমিন। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ আজম রহ এর সুযোগ্য নাতি মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com