কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

October 28, 2025,

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে তাঁর স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

১৯৭১ সালের ২৮ অক্টোবর ধলাই সীমান্তে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে শহীদ হন এই বীর। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বকনিষ্ঠ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ধলাই সীমান্তে যাওয়ার সড়কের নাম বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সড়ক করার প্রস্তাব পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com