১৮৩ তম মনিপুরী মহা রাসউৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা
কমলগঞ্জ প্রতিনিধ : কমলগঞ্জে ১৮৩ তম মনিপুরী মহা রাসউৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, মনিপুরী সম্প্রদায়ের প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় রাসউৎসব এলাকায় সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রণ করা হবে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী থাকবে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ধলাইর পাড়ে ব্যারিকেড বসানো হবে, ব্যারিকেড অতিক্রম করে কোন গাড়ি ঢুকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জুয়া বা অসামাজিক কাজ হলে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। আগামী ১৪-১৫ নভেম্বর মনিপুরী মহা রাসউৎসব উদযাপন করবে কমলগঞ্জ মনিপুরী কালচারাল কমপ্লেক্স ও রাসমেলা উদযাপন কমিটি।



মন্তব্য করুন