কমলগঞ্জে উসমান আলী মাদ্রাসায় জাল প্রত্যয়নে নাইট গার্ডের চাকুরীর অভিযোগ

November 1, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাইট গার্ড সাদত মিয়াকে জাল প্রত্যয়নে চাকুরী দেয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ অক্টোবর স্থানীয়রা নাইট গার্ডের অবৈধ চাকুরী ও নিয়োগ বিষয়ে মাদ্রাসার সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাইট গার্ড সাদত মিয়া বিগত প্রায় ১৩ বৎসর যাবত নাইট গার্ড হিসাবে কর্মরত আছেন। ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেনি পাশের যে প্রত্যয়ন জমা দিয়েছেন সেটি বিদ্যালয়ের নয়। একটি ভূয়া প্রত্যয়ন দিয়ে তিনি চাকুরী করছেন এবং বিভিন্ন সুবিধা গ্রহণ করছেন। এলাকার রহিম মিয়া, ইব্রাহিম মিয়া, আলতাফুর রহমান বলেন, সাদত মিয়া জাল প্রত্যয়নে অবৈধভাবে চাকুরি করছে এবং তার চাকুরীকালীন সময়ে মাদ্রাসার মটর, মাইকের ব্যাটারী ও দানবাক্স চুরির ঘটনাও ঘটেছে। তাকে দ্রুত বরখাস্তের দাবি জানান তারা।

ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ বিদ্যালয়ের একটি প্যাডে লিখিতভাবে জানান, বিষয়টি জেনে এই বিদ্যালয়ের খাতাপত্র ঘেটে এই নামে কোন রেকর্ড পাওয়া যায়নি এবং সাদত মিয়া বিদ্যালয়ের কোন ছাত্র নন। বিদ্যালয়ের নামে ভুল প্যাড, প্রধান শিক্ষকের নাম ছাড়া সিলে জাল স্বাক্ষরসহ ভূয়া প্রত্যয়নের বিষয়ে সাদত মিয়ার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

এব্যাপারে উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আহাম্মদ আলী বলেন, আমি এখানে আসার পর থেকে দেখছি সাদত মিয়ার অষ্টম শ্রেনি পাশ একটি প্রত্যয়নের ফটোকপি। তবে সেটি ভূয়া কিনা তা মাদ্রসার সভাপতির সাথে আলোচনাক্রমে খতিয়ে দেখবো।

অভিযোগ বিষয়ে বক্তব্য জানতে মাদ্রাসায় গিয়ে নাইট গার্ড সাদত মিয়া বলেন, আমি কোন জাল প্রত্যয়ন দেইনি। আগে একবার আমাকে বরখাস্ত করা হলেও আবার পুনর্বহাল করা হয়েছে। জমিজমা সংক্রান্ত মামলা মোকদ্দমা থাকায় আমার বিরুদ্ধে অভিযোগ দেয়া হচ্ছে।

অভিযোগ বিষয়ে উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এ. কে.এম.আব্দুস সালাম বলেন, নাইট গার্ডের চাকুরীর বিষয়ে আমাদের কিছু করার নেই। আমরা বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com