মৌলভীবাজারে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির উদ্যোগে জেলার ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এম সাইফুর রহমান স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থা হল রুমে অনুষ্ঠিত সভায় জেলার ক্রিকেটকে আরও এগিয়ে নিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখযোগ্য সিদ্ধান্ত গুলো হলো-মাঠগুলোকে খেলার উপযোগী করে তোলা, বয়স ভিত্তিক খেলোয়াড় ও স্কুলের ছাত্রদের ক্রিকেট মাঠে অসতে উৎসাহিত করা, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আয়োজন করা, সব উপজেলায় কোচদের দিয়ে প্লেয়ারদের কোচিং করানো জন্য ব্যব্যবস্থা করা। যত দ্রুত সম্ভব স্থানীয় লীগ ও টুর্নামেন্ট আয়োজন করা, ক্রীড়া সংস্থা ও ক্লাবগুলোর আয়ের উৎস বৃদ্ধি করা।
সভায় মৌলভীবাজার জেলার ক্রিকেটের সার্বিক উন্নয়ন, লীগ ও টুর্নামেন্ট পরিচালনা এবং ক্লাবগুলোর কার্যক্রমকে আরও সক্রিয় ও সংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইমামুল হক রিপন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মাজহারুল মজিদ, হানিফ মোঃ খান নিয়াজ, ফাহাদ আলম, তাওহিদ তারেক, ক্রীড়া সংস্থার সদস্য মোস্তাক আহমেদ মম সহ জেলার সকল ক্রিকেট ক্লাবের সম্মানিত প্রতিনিধি গণ।
বক্তারা জেলার ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং মৌলভীবাজারকে দেশের ক্রিকেট মানচিত্রে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।



মন্তব্য করুন