কমলগঞ্জে প্রাক্তন প্রধান শিক্ষক কুঞ্জরানী সিনহার অবসরজনিত বিদায় সংবর্ধনা

November 8, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কুঞ্জরানী সিনহার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে উপজেলার আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ।

মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শান্ত কুমার সিংহের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অরুন কুমার সিংহ ও শিক্ষিকা কন্তৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দাশ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত প্রাক্তন প্রধান শিক্ষক কুঞ্জ রানী সিনহাকে সম্মাননা ক্রেষ্ট, উত্তরীয় ও উপহার প্রদান করা হয়। এসময় কুঞ্জরানী সিনহার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও সুধীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com