কমলগঞ্জে ট্রেন দু/র্ঘ/টনার চেষ্টা ব্যর্থ!

November 12, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের উপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের উপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন।

বুধবার ১২ নভেম্বর ভোরে কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে জানায় ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ।

স্থানীয়রা জানান, অনেক বড় ধরনের গঠনা ঘটতে পারতো। কিন্তু সেটা হয়নি। ট্রেনের ধাক্কায় স্লিপার সরে যায়। পরে স্থানীরা সেটা রেলনাইন থেকে সরে ফেলে। এ ধরনের নাশকতামূলক ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার পলাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি জানতাম না এমন ঘটনা ঘটেছে। পরে স্থানীদের মাধ্যমে জানলাম। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। হয়তো সেটা হয়নি। বিষয়টা খুবই দুঃখজনক। আমি বিষয়টা উর্ধতন কর্মকর্তাদের অবগত করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com