ফেসবুকে ভাইরাল ‘পাহাড়ি মানুষ’ কমলগঞ্জের গর্ব পরিচিত মুখকে নিয়ে প্রশংসার জোয়ার
কমলগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পাহাড়ি মানুষ’ নামে ভাইরাল হয়েছেন এক পরিশ্রমী ও বুদ্ধিমান ব্যক্তি, যিনি বসবাস করেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে। তাঁর পরিচ্ছন্ন চারিত্রিক গুণ, পরিশ্রম ও নিষ্ঠার কারণে তিনি বর্তমানে সবার পরিচিত মুখ।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনমান উন্নত করেছেন। তাঁর সাফল্যের পেছনে রয়েছে দৃঢ় মনোবল ও বুদ্ধিমত্তা। আজ তিনি অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। তাঁকে নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তাঁর উন্নতির গল্পে মুগ্ধ হয়ে সাড়া দিচ্ছেন ফেসবুকে।
তাঁর প্রতিবেশী জানান, সে একজন পরিশ্রমী মানুষ। নিজের পরিশ্রম ও মেধা দিয়েই আজকের এই অবস্থায় পৌঁছেছে। আমরা তার জন্য গর্বিত।
তাঁর জন্য দোয়া করে আরও বলা হয়, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। এবং তার উপার্জিত অর্থ নিজের চাহিদা পূরণের পাশাপাশি সমাজের কল্যাণে ব্যয় করার তৌফিক দান করেন।
এই ‘পাহাড়ি মানুষ’-এর গল্প অনেকের হৃদয়ে ছুঁয়েছে প্রমাণ করেছে পরিশ্রম আর সততা থাকলে সাফল্য অনিবার্য।



মন্তব্য করুন