মৌলভীবাজারে পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

November 23, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রোমে উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশিনার ভুমি মো: মুহিবুল্লাহ আকন। এ সময় প্রায় অর্ধশতিধিক গণমাধ্যমকর্মী ও কন্টেট ক্রিয়েটার উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা বলেন, দেশের উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম পর্যটন শিল্প হলেও বাংলাদেশে পর্যটন খ্যাতের উন্নয়ন কর্মকান্ডের জন্য বরাদ্ধ মাত্র ৩২/৩৩ কোটি টাকা। যা এ শিপ্লের উন্নয়রের জন্য খুবই অপ্রতুল। তারা বলেন, পৃথিবীর বহুদেশ পর্যটন শিল্পের উপর ঠিকে আছে। আর আমাদের দেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকার পরও তা অনেকাংশে গুরুত্ব হীন।

আর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, ট্যুরিজম বোর্ড পুরোপুরি কাজ শুরু করেছে মাত্র ২০১৮ সালে। পর্যায়ক্রমে এগুচ্ছে। ইতিমধ্যে সারাদেশের পর্যটন খ্যাতকে এগিয়ে নিতে একটি মাস্টার প্লান তৈরী করা হয়েছে। যা বাস্তবায়ন হলে এ শিল্পের বেশ অগ্রগতি হবে বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com