মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়ক সংস্কারে এলাকাবাসীর দুর্ভোগের লাঘব
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়কে রাস্তা ভেঙ্গে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহানোর দীর্ঘদিন পর সম্প্রতি সময়ে সংস্কার কাজ হওয়ায় দুর্ভোগের লাঘব হচ্ছে হাজারো মানুষের।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ রামেশ্বরপুর বাজার মসজিদের পাশ থেকে মুন্সিবাজার পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করছে শ্রীমঙ্গলের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে এই কাজ হাতে নেয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নের রূপসপুর, বনবিষ্ণুপুর, রামেস্বরপুর, সোনারগাঁও, লক্ষ্মীপুর, রশিদপুর, বলরামপুর, গোবিন্দপুর, হরিশ্মরণ, দূর্গাপুর গ্রাম সহ প্রায় ১৫টি গ্রামের জনসাধারণ এই সড়ক ব্যবহার করে আসছেন। রাস্তাটি ভেঙ্গে পড়ায় এলাকার অসুস্থ লোকজন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
এই সড়কে যাতায়াতকারী এড. রিপন আহমদ, শিক্ষক সালাহউদ্দীন আহমদ, ইউনুছ আলী, ডা: রিপন দেবনাথ, অনন্ত মালাকার বলেন, সড়কটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন সংস্কার কাজ হওয়ায় এই দুর্ভোগের লাঘব হচ্ছে। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হলে আমাদের আর দুর্ভোগ পোহাতে হবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রমা রানী সেন জানান, সিডিউল মোতাবেক সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। ডিসেম্বর মাসের পনের দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে। এলজিইডি উপজেলা প্রকৌশলী মো: সাঈফুল আজম বলেন, রাস্তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং নিয়মিত তদারকি চালছে।



মন্তব্য করুন