নিউইয়র্ক স্টেট এসেম্বলী থেকে সম্মাননা অর্জন করলেন সাংবাদিক শেখ শফিকের

November 27, 2025,

বিশেষ প্রতিনিধি : নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শেখ শফিকুর রহমান নিউইয়র্ক স্টেট এসেম্বলির ডিস্ট্রিক্ট-৮৭ এসেম্বলী ওম্যান কারনেস রায়াসের কাছ থেকে সাংবাদিকতায় কমিউনিটির জন্য লেখার মাধ্যমে বিশেষ অবদান রাখায় সম্মানসূচক মেরিট সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

২৪ নভেম্বর ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস মিলনায়তনে আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের অভিষেক অনুষ্ঠানে এই সম্মাননা সার্টিফিকেট গ্রহণ করেন তিনি।দীর্ঘ পাঁচ বছর ধরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বিভিন্ন বিষয়ে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকায় লেখনীর মাধ্যমে সংবাদ প্রচার করে আসছেন।যার অবদানে নিউইয়র্ক এসেম্বলি ওম্যানের অফিস থেকে মেরিট সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে কর্মের স্বীকৃতি পেয়েছেন বলে তিনি মনে করেন।

তার এই সম্মানসূচক মেরিট সার্টিফিকেট প্রাপ্তিতে নিউইয়র্কের বিশিষ্ট জন তাকে অভিনন্দন জানিয়েছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস সভাপতি শামীম আহমদ,সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক সভাপতি আব্দুস শহীদ, সহ-সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিলন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, শ্রীমঙ্গল এসোসিয়েশন ইউএসএ ইনক সভাপতি মোস্তাক এলাহী চেমন, ফেঞ্চুগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ সোসাইটি অব ইউএসএ ইনকের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি মো: নাসির মিয়া, বাহুবল এসোসিয়েশন ইনক প্রচার সম্পাদক মো: বশির মিয়া, সাংবাদিক জহিরুল হক, সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইনক সভাপতি সোহান আহমেদ টুটুল, তানিম চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com