শ্রীমঙ্গলে নাটক শ্রীকৃষ্ণ-সুদামা ও ঢপযাত্রা
বিকুল চক্রবর্তী : শ্রীমঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণ ও তার বাল্য সখা সুদামার কাহিনী অবলম্বনে নাটক শ্রীকৃষ্ণ-সুদামা ও হারিয়ে যাওয়া ঢপযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক মহোৎসবে এ নাটকটি পরিবেশন করে শ্রীমঙ্গল দেশ থিয়েটার। লেখক শ্রী বিনয়কৃষ্ণ এর মুল কাহিনী অবলম্বনে এর মঞ্চ নাট্যরুপ দেন নাট্যকার রাসেন্দ্র কুমার দেব। নাটকটি পরিচালনায় ছিলেন শ্রীমঙ্গলের প্রখ্যাত নাট্য পরিচালক শ্যামল আচার্য্য।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য্য, সাংবাদিক বিকুল চক্রবর্তী, সংগীত শিল্পী লাভলী আচার্য্য, অভিনেত্রী জয়া বর্মন, চিত্র শিল, নাট্যাভিনেতা রাসেন্দ্র কুমার দেব ও পিযুশ দাশসহ ১৫ জন নাট্য শিল্পী।
এছাড়াও আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিমল দাশ এর সার্বিক সহয়োগীতায় অনুষ্ঠান মালায় ছিল ঢপ যাত্রা ‘মাতৃ শক্তি’, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, সংগীতানুষ্ঠান ও মহা প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠান মালা। ৫দিন ব্যাপী এ সব অনুষ্ঠান মালায় প্রায় ৫০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।



মন্তব্য করুন