কমলগঞ্জে নতুন ইউএনও হিসেবে নাছরিন সুলতানার পদায়ন
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নাছরিন সুলতানাকে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ নিয়োগ নিশ্চিত করা হয়।
চলমান দায়িত্ব পালনকারী ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন ইউএনও নাছরিন সুলতানা আগামী ১ সপ্তাহের মধ্যেই কমলগঞ্জে যোগদান করতে পারেন। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমান ইউএনও মাখন চন্দ্র সূত্রধর দায়িত্ব পালনকালীন সময়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম ও জরুরি ত্রাণ কার্যক্রমে কর্মস্পৃহা এবং সততার পরিচয় দিয়ে স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন।
অন্যদিকে নতুন পদায়নপ্রাপ্ত ইউএনও নাছরিন সুলতানা প্রশাসনের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর যোগদানে কমলগঞ্জের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সাধারণ মানুষ।
কমলগঞ্জের সচেতন মহল বলেন, বর্তমান ইউএনওর সফল প্রশাসনিক নেতৃত্ব ও নতুন ইউএনওর অভিজ্ঞতা—উভয়ের সমন্বয়ে কমলগঞ্জ আরও উন্নত ও আধুনিক প্রশাসনিক সেবা পাবে।
বর্তমান ইউএনও এবং আসন্ন ইউএনও—উভয়ের প্রতি কমলগঞ্জবাসীর শুভকামনা অব্যাহত রয়েছে।



মন্তব্য করুন