শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক পিএলসি’র ২৬৭তম পর্যটন নগরী উপশাখার শুভ উদ্বোধন

November 27, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকায় পূবালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার অধীনে ২৬৭তম পর্যটন নগরী উপশাখার  উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় নতুন বাজার (দক্ষিণ রোড) দুলাল হাজী কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উপশাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান।

শ্রীমঙ্গল পূবালী ব্যাংকের ব্যবস্থাপক প্রণয় দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নতুন বাজার উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহাব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: মুশফিকুর রহমান, হবিগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মোহন্ত, শ্রীমঙ্গল পূবালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আশরাফুল আলম, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দুলাল হাজী, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক  পিন্টু দেবনাথ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন  এবং মোবাইল মিডিয়ার স্বত্বাধিকারী সুমন দাশ।

গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন বিসমিল্লাহ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী ফয়ছল আহমেদ, গ্রাহক স্বপন ও মোবারক হোসেন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পূবালী ব্যাংক পিএলসি দ্রুততম সময়ে আধুনিক, নিরাপদ ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা অর্জন এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ব্যাংকটি দীর্ঘদিন ধরে তার সেবা বিস্তার করছে। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল নতুন বাজারে উপশাখার কার্যক্রম চালু করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় ব্যবসায়ী—সকলের জন্য সিসি ও এসএমইসহ বিভিন্ন ঋণ সুবিধা এবং আধুনিক ব্যাংকিং সেবা এখানে প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল পূবালী ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন পেশার  মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com