হীড বাংলাদেশ পেল স্বর্ণপদক

November 27, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রথমবারের মতো পাঁচ ক্যাটাগরিতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৫’ প্রদান করা হয়।

মৌলভীবাজার অঞ্চলের হীড বাংলাদেশ এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতকে প্রাণিসম্পদ উন্নয়নে অবদান রাখার জন্য “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৫”এ প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে প্রথম স্থান  অধিকার করে স্বর্ণপদকে ভূষিত হয় ।

বুধবার ২৬ নভেম্বর পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা পারভীন নিকট থেকে স্বর্ণপদক ও সম্মাননা গ্রহণ করেন সংস্থার কৃষি ইউনিটের ফোকাল পার্সন হীড বাংলাদেশ এর মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পু ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। স্বাগত বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আবু তাহের মোহাম্মদ জাবের।

এই অর্জন পিকেএসএফএর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত হীড বাংলাদেশ এর মৌলভীবাজার অঞ্চলের প্রাণিসম্পদ খাতে উন্নয়ন কার্যযক্রমকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে । এ অর্জনের পেছনে হীড বাংলাদেশ পরিবার, সহযোগী সংস্থা, স্থানীয়  প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর, মাঠকর্মী এবং নিবেদিতপ্রাণ খামারিুউদ্যোক্তাদের সম্মিলিত পরিশ্রম ও একাগ্রতা অগ্রনী ভূমিকা রেখেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com