ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত

November 30, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনায় অবস্থিত ৪১ নং ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩০ নভেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল থেকে রান্নাবান্না এবং দুপুর ১১টা থেকে শিক্ষার্থীদের খাবার পরিবেশন শুরু হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষিকা ছন্দা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, দুই বছর পর তিনি অবসর নেবেন এবং সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে অধ্যাপক মো: ফজলুর রহমানসহ অতিথিরা স্কুলে উপস্থিতি বাড়াতে এমন উদ্যোগের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com