কমলগঞ্জে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের দশ দিনের কর্মবিরতি শুরু

December 2, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মচারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবীতে অবস্থান ও কর্মবিরতি পালন শুরু হয়েছে। মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ, আমিরুন নাহার চৌধুরী, মো: সোহেল খাঁন, মাইকেল দেবনাথ, পরিবার কল্যাণ সহকারী শ্রাবণী কৈরী, শামীম আরা সম্পা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের দাবী এক দফা। পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মবিরতি। নিয়োগবিধি বাস্তবায়নের জন্য দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে। বর্তমান সরকারের কাছে পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়নের জন্য জোর দাবী জানান আন্দোলনকারীরা।

পরিবার পরিকল্পনার পরিদর্শক সালাহ্উদ্দিন বলেন, আমরা ৩৩ হাজার ৭১০ জন সারা দেশে কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন এবং নিয়মতি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও নিয়োগবিধি বাস্তবায়নের হয়নি। তিনি অভিযোগ করে বলেন, একটা শ্রেণিকে সুবিধা দিয়ে আসছে বিধায় বিগত ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে। নিয়োগবিধি বাস্তবায়নের দাবী মানা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com