মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
পলি রানী দেবনাথ : ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার ৩ ডিসেম্বর সকালে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও আমাদের সন্তান। তাদেরও অধিকার আছে সমান অধিকার নিয়ে বাঁচার। এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাদেরকেও সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
ডা: সঞ্জীব মীতৈ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান, ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডিডি রায় বাবলু, প্রধান শিক্ষক মল্লিকা গোস্বামী, অভিভাবক প্রতিনিধি আব্দুর রউফ, শারীরিক প্রতিবন্ধী বাচ্চু আহমেদ, দৃষ্টি প্রতিবন্ধী হরিবল বোনার্জীসহ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। সভা শেষে ২ জনের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন অতিথিরা।



মন্তব্য করুন