তারুণ্যের উৎসব-২০২৫ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

December 3, 2025,

স্টাফ রিপোর্টার : আই এফ আই সি ব্যাংক পি এল সি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি ‘তারুণ্যের উৎসব-২০২৫‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আবু ইউসুফ মো: সেরুজ্জামান, অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্থ প্রতিম চক্রবর্তী, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ ও বনশ্রী চন্দা, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পি এল সি, মৌলভীবাজার জেলা শাখার শাখা ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংকের অফিসার জান্নাতুল ফেরদোস মুক্তা।

উক্ত অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও আর্থিকভাবে সচেতন করার মাধ্যমে নিরাপদ ভবিষ্যতের জন্য আর্থিক সাক্ষরতার গুরুত্ব ও ব্যাংকের বিভিন্ন সুবিধা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। তরুণ প্রজন্মকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং ব্যাংকিং সম্পর্কে তরুনদের সচেতনতা সৃষ্টির জন্য এই সেমিনারের আয়োজন করেন বলে জানান আয়োজকরা।

এ সময় আইএফআইসি ব্যাংক পি এল সি, মৌলভীবাজার জেলা শাখার অফিসারঃ মার্কেটিং এন্ড সেলস্ মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, অফিসারঃ এলপিএম মো: ইমরান হোসেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com