কমলগঞ্জে গার্ডার ব্রীজ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি, কয়েক হাজার মানুষের দুর্ভোগ চরমে

December 10, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পূর্ব জালালপুরে গার্ডার ব্রীজ নির্মাণে অবহেলা, অনিয়ম, দুর্নীতি ও দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের ১০/১২ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।

এলাকাবাসীরা জানান, ব্রীজ নির্মাণের ধীরগতির কারণে ঠাকুরবাজার শমশেরনগর সড়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অস্থায়ী সাকু ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েক দিন আগে সাকু ভেঙে পড়ে এক শিশুর হাত ভেঙে যাওয়ার ঘটনাও ঘটে।

তারা অভিযোগ করেন, ঠিকাদার নিম্নমানের মসলা ব্যবহার করছে এবং দুর্ঘটনায় আহতদের কোনো সহযোগিতা করা হয়নি। শীঘ্রই কাজ দ্রুত সম্পন্নের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রকৌশলী মো: সাঈফুল আজম জানান, ব্রিজের কাজ বরিশালের একজন ঠিকাদার পেয়েছেন, যিনি গার্ডার ব্রীজসহ মোট ১০টি কাজ পেয়েছেন-এর মধ্যে কমলগঞ্জে তিনটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, কাজের অনিয়ম সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকেও অভিযোগ পেয়েছেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে কথা বলে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com