কমলগঞ্জে কাটাবিল গ্রামে অবৈধ বালু উত্তোলন প্রশাসনের নজরদারির অভাব

December 10, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন ও রাস্তার পাশেই ভিটা ভরাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধলাই নদীর নির্ধারিত প্রকল্প এলাকার বাইরে দীর্ঘদিন ধরে এক শ্রেণির বালু ব্যবসায়ী সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের দুর্বল নজরদারির সুযোগে এসব বালু দস্যুরা প্রকাশ্যে নদী থেকে বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। অভিযোগ রয়েছে, কাটাবিল এলাকার চন্দ্র কুমারের ভিটা ভরাটের জন্য প্রায় সাড়ে ৩ লাখ টাকায় চুক্তি করেন একই গ্রামের মো.আরিফ মিয়া (পিতা: মৃত শফু মিয়া) ও মো. মজিদ মিয়া (পিতা: মখলিছ মিয়া)। তারা ধলাই নদীতে অবৈধভাবে সেলু মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটি ১০ ডিসেম্বর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা দেখা গেলে ‘১৭ মোবাইল কোড’ ব্যবহার করে তাৎক্ষণিকভাবে অবহিত করা যাবে। তবে এ বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্ব) মো: ইসলাম উদ্দিনের মোবাইল নম্বরে (০১৭৩০-৩৩১০৭৩) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com