মৌলভীবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু
January 4, 2026,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে শুরু হয়েছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ।
রোববার ৪ জানুয়ারি সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মুন হলে প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবি মহাপরিচলক ফারুক ওয়াসিফ।
নির্বাচনকালীন রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করনীয় ও বর্জনীয়, সাংবাদিকতার নীতিমালা ও আইন ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রশিক্ষক সাংবাদিক জিয়ার রহমান।
প্রশিক্ষণে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন।



মন্তব্য করুন