ধানের শীষের প্রার্থীর প্রচারণা চালিয়েছেন বাচ্চু

January 31, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে বৃহস্পতিবার মধ্যে রাত পর্যন্ত ব্যাপক প্রচারণা চালিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ১০ নং হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু।

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজার, পাইকপাড়া বাজার, হাজীপুর বাজার, পাবই রেল গেইট বাজার এবং কাউকাপন বাজারে এই প্রচার-প্রচারণা চালান।

বৃহস্পতিবার কটারকোনা জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষ কটারকোনা গ্রামের জায়েদ মিয়ার জানাজার নামাজে অংশ নেন।পরে কটারকোনা বাজারে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। সন্ধ্য ৬ টায় পাইকপাড়া বাজারে এবং রাত ৭ টায় পাবই বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

রাত ৮ টায় ইউনিয়নের কাউকাপন বাজারে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করে আব্দুল বাছিত বাচ্চু ভোটারদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ এখন এক ক্রানিকাল অতিক্রম করছে। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রে ফেরার যে সুযোগ তৈরী হয়েছে একটি মহল তা বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় একটি উদার গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে আগামী ১২ ফেব্রুয়ারী সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু।

তিনি বলেন বিএনপি সরকার গঠন করবে আর প্রধানমন্ত্রী হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমান। তাই উন্নয়নের ট্রেনে উঠতে হলে কুলাউড়া উপজেলায় ধানের শীষকে বিজয়ী করতে হবে।

সিনিয়র বিএনপি নেতা আব্দুল গফুর এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল বাছিত আনার, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মীর্জা আব্দুস শহীদ বেগ, প্রবীণ বিএনপি নেতা নাইওর মিয়া,আব্দুর রশীদ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিবুর রাজা, ছাত্রদল নেতা শাহান আহমেদ প্রমুখ।

এসময় বিএনপি যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতীদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com