নীহারেন্দু কর স্মরণে শোকসভা পালিত
নাট্যকার, নির্দেশক, অভিনেতা, সংগঠক নীহারেন্দু কর স্মরণে গত ১৬ নভেম্বর মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মনু থিয়েটার মৌলভীবাজারের আয়োজনে উক্ত শোকসভায় অকাল প্রয়াত নিহারেন্দু করের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন জেলা নাট্য পরিষদ (জেনাপ) এর আহ্বায়ক আব্দুল মতিন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন, বাঁধন থিয়েটারের সভাপতি রুহেল আহমদ, শুভেচ্ছা থিয়েটারের সভাপতি যাদব গুপ্ত, সবুজ বাংলা থিয়েটারের আজিজুর রহমান সুহেল, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন এবং মনু থিয়েটারের সুদীপ দাস, মোস্তাফিজুর রহমান টিটু এবং কয়ছর আহমদ। মনু থিয়েটার সভাপতি আ.স.ম. সালেহ সোহেলর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ আহমদর সঞ্চালনায় শোকসভায় বক্তারা বলেন, মৌলভীবাজার জেলা তথা বাংলাদেশের নাট্য আন্দোলনকে এগিয়ে নিতে নীহারেন্দু কর জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন। নাট্যক্ষেত্রে তার অবদান স্মরণ করতে গিয়ে বক্তারা আবেগপ্রবণ হয়ে স্বীকার করেছেন নাট্যক্ষেত্রে তার অবদানের কথা । মনু থিয়েটারের অকৃত্রিম বন্ধু নীহারেন্দু কর স্মরণে আগামী ডিসেম্বর মাসে পথনাট্য উৎসবের ঘোষনা দেয়া হয়।
নাট্যকার, নির্দেশক, অভিনেতা, সংগঠক নীহারেন্দু কর স্মরণে গত ১৬ নভেম্বর মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মনু থিয়েটার মৌলভীবাজারের আয়োজনে উক্ত শোকসভায় অকাল প্রয়াত নিহারেন্দু করের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন জেলা নাট্য পরিষদ (জেনাপ) এর আহ্বায়ক আব্দুল মতিন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন, বাঁধন থিয়েটারের সভাপতি রুহেল আহমদ, শুভেচ্ছা থিয়েটারের সভাপতি যাদব গুপ্ত, সবুজ বাংলা থিয়েটারের আজিজুর রহমান সুহেল, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন এবং মনু থিয়েটারের সুদীপ দাস, মোস্তাফিজুর রহমান টিটু এবং কয়ছর আহমদ। মনু থিয়েটার সভাপতি আ.স.ম. সালেহ সোহেলর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ আহমদর সঞ্চালনায় শোকসভায় বক্তারা বলেন, মৌলভীবাজার জেলা তথা বাংলাদেশের নাট্য আন্দোলনকে এগিয়ে নিতে নীহারেন্দু কর জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন। নাট্যক্ষেত্রে তার অবদান স্মরণ করতে গিয়ে বক্তারা আবেগপ্রবণ হয়ে স্বীকার করেছেন নাট্যক্ষেত্রে তার অবদানের কথা । মনু থিয়েটারের অকৃত্রিম বন্ধু নীহারেন্দু কর স্মরণে আগামী ডিসেম্বর মাসে পথনাট্য উৎসবের ঘোষনা দেয়া হয়। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন